Thursday, November 14, 2019

সেরা ৩০ টি উক্তি - ইসহাক মাহমুদ

  ইসহাক মাহমুদ এর উক্তি সমূহ   

(১)
লাশ গুণে দেখো তো কতো হলো,
আরেকটা লাশ লাগলে ভয় করোনা আমায় বলো ।

(২) 
বিদেশী প্লেয়াররা ধারাবাহিকভাবে ভালো খেলার পর মাঝেমধ্যে দু'য়েকদিন খারাপ খেলে,অন্যদিকে আমাদের দেশি প্লেয়াররা ধারাবাহিকভাবে খারাপ খেলার পর মাঝেমধ্যে দু'য়েকদিন ভালো খেলে ।

(৩) 
কেমন মানুষ চাও তুমি,
কেমন মানুষ? 
সুযোগ পেলেই আঘাত করে,
এমন মানুষ! 

(৪) 
আগুন কখনো আগুনে পুড়ে না 
সাগর ডুবে না জলে,
ভুল কখনো ভুল করে না
মিথ্যে শহর তলে। 

(৫) 
অনেক কিছু বলার থাকলেও,মাঝেমধ্যে চুপ হয়ে যেতে হয়।
পরিস্থিতি চুপ হয়ে যেতে বাধ্য করে।

(৬) 
ছবির মানুষ ছবিতেই সুন্দর 
বাস্তবে নয় জিরো,
নানান চিত্রে নিজকে সাজায়
লোকের চোখে হিরো। 

(৭) 
দেশের কল্যাণে যুদ্ধ করে মারা গেলে শহীদ আর বেঁচে থাকলে গাজী। কিন্তু জীবনযুদ্ধে মরে গেলে লাশ আর হেরে গেলে সর্বনাশ । 

(৮) 
পদ্মবিলে মায়াবতী পদ্ম নিতে এসে
নয়া মাঝির প্রেমের ফাঁদে গিয়েছে যে ফেঁসে,
যেই মেরেছে ছুঁড়ে পানি মায়াবতীর পানে
হাসির রেখা আঁকলো ঠোঁটে প্রেম শিকারীর টানে। 

(৯) 
আমাদের বোঝাপড়া হয় শব্দের গহীন অরণ্যে 
মিলেমিশে হয়ে যাই একাকার নিরালায়, 
একের চাহিদা অন্যে মিটিয়ে আমরাও তৃপ্তি পাই
শব্দের খেলা চলে প্রতিনিয়ত আমাদের এই আঙ্গিনায়। 

(১০) 
তুমি পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে,
আর আমি শূন্যতা বুকে নিয়েই মরে যাবো!
এমন ভাবলে বোকামি হবে; জেনে রেখো-
আমিও পূর্ণতা কাকে বলে তা দেখিয়ে দিবো। 

বুঝি,সব ই বুঝি
তবুও চুপ থাকি অবেলায়,
আমারও সময় হবে নিজেকে চেনানোর 
বিস্তৃত জনতার মাঝে একুশে বইমেলায় । 

(১১) 
তুমি আরো ঘৃণা করো
আমি আরো সুখী হই,
সমালোচনার ঝড় তোলো বারংবার 
আমি যেন সবার আলোচনায় রই।

(১২) 
বাপ যেখানে কয়না কথা
পোলা সেথায় লাফায়,
নাতির লাফানি দেইখ্যা দাদায়
কাশতে কাশতে হাফায়। 

(১৩) 
কারো কবিতায় রূপ আঁকা হয়
কারো কবিতায় সুখ,
কেউ আঁকেন তরুণীর গঠন
কেউবা বয়স্ক মুখ ।

(১৪) 
সম্পর্কের সুতোয় সম্পর্ক বেধে
আটকা পড়ি মায়ায়,
অঙ্কুরে বিনষ্ট সম্পর্কেও সম্পর্ক খুঁজি
অস্পষ্ট তোমার ছায়ায়।

(১৫) 
ক্রমাগত আমাদের পরিবর্তন ঘটে
আমরাও বদলে যাই ধরায়,
ভালোবেসে পরাজিত আমিও হই
জয়ী হও তুমি বংশপরম্পরায়। 

(১৬) 
কিছু অদ্ভুত প্রশ্নের ভীড়ে
জ্ঞানী পড়েছে চাপা, 
হয়নি তার কিছুই বলা
পৃথিবী হয়নি মাপা।

(১৭) 
কারো স্বপ্ন সাইকেলেও
তাকে নিয়ে উড়ে,
কারো স্বপ্ন বৃত্তে আটকে 
পূব পশ্চিমে ঘোরে। 

(১৮) 
তব'দাহে মন ব্যথিত জীবন 
করিনু গোপন প্রেম,
ললাটের লিখন যায়'কি খণ্ডন 
শুধাও রাধা-শ্যাম। 

(১৯) 
মানুষ ছেড়ে যাওয়ার পরে মানুষ মানুষকে ধীরেধীরে ভুলে যাবে,এটাই মানুষ হিসেবে মানুষের সহজ সমীকরণ। 

(২০) 
পৃথিবীর ভিতরেও আমরা 
নিজস্ব একটা পৃথিবী খুঁজি,
শব্দের তুলি দিয়ে পৃথিবীকে 
সাজাই নীরবে চোখ বুজি। 

(২১) 
নিয়ম মেনে বালিশ নিয়ে ঘুমিয়ে পড়ো তুমি
আমার এখন হচ্ছে কেবল ঠিক সন্ধ্যেবেলা 
আকাশ থেকে ঘুম পরী'রা আসুক নামি ঘুম পাড়াতে
দেখবে তখন কেমন আমি,কেমন আমার খেলা। 

(২২) 
সময়কে অবজ্ঞা করোনা, সময় বড়ই মূল্যবান ।  কেননা প্রতি মিনিটে অন্তত ৬০ বার টিকটিক শব্দ করে হলেও তোমাকে বুঝিয়ে দেয় জীবন থেকে কিভাবে মহামূল্যবান ১ মিনিট সময় ঝরে গেলো। 

(২৩) 
মন খুলে যে হাসতে জানে
তার সীমানায় দুঃখরা হানা দিয়েও সুখের অস্তিত্ব বিলীন করতে পারেনা।

(২৪) 
নির্দিষ্ট কোনো মানুষকে ভালোবাসলে  কষ্ট পেতে হয়,সুখে থাকার জন্য অসংখ্য মানুষকে ভালোবাসতে হয়। 

(২৫) 
এখানে সত্যের কদর নেই
বলেছে ইস্কু ভাই,
এখানে মিথ্যে দিয়ে মন ভরালেই
করবে নাম কামাই।

(২৬) 
পরিচিত মুখ যখন অপরিচিতির রেখা টানে,তখন নিজের কাছে নিজেকেও অপরিচিত লাগে।

(২৭) 
শুনিও জ্ঞানীর কথা সর্বদা 
যদিও হয় ছোট জন,
করিও গুরুজনে ভক্তি শ্রদ্ধা 
হউক সে যেমন তেমন।

(২৮) 
প্রাইমারি স্কুলের বন্ধু,হাইস্কুলের বন্ধু,কলেজের বন্ধু,ভার্সিটির বন্ধু,গ্রামের বন্ধু,গ্রামের বাহিরের বন্ধু,শহরের বন্ধুদের একই দিনে স্মরণ করতে পারিনা বলেই আমরা সবাইকে ভুলে যাই। 
আমাদের উপর বন্ধুদের এই অভিযোগ । আমরা এই অভিযোগে অভিযুক্ত আসামি। 

(২৯) 
বিশ্বাসের ঘরে ডুকেছে আজ
অবিশ্বাসের জ্যান্ত ভূত,
সালিশ  ডাকলো ঘরের মালিক
মিথ্যা হইলো ভূতের দূত। 

(৩০) 
আমাদের সীমান্তে ছড়িয়ে থাকে
আকাশের লেপ্টে থাকা প্রেম,
দখিনের হিমেল হাওয়ায় শোনা যায়
তোমাদের জুড়ে দেওয়া নিক নেম।



No comments: