Thursday, October 31, 2019

অতীত বর্তমান

অতীত-বর্তমান
লেখকঃ ইসহাক মাহমুদ  



যে পথ ধরে সবুজের বুকে আমি নিজেকে হারাতে চেয়েছি এখন,
ঠিক এই পথেই আমার শৈশব কেটেছিল একসময়। 
যেখানে বসে আনমনে ভাবছি কি করা যায়,
সে জায়গাতেও আমার বছর ছয়েকে'র স্মৃতিচারণ রয়েছে।

আমি এখানে দাপিয়ে বেড়িয়েছি আমার ছেলেবেলায়,
সেখানে বসেই আমার প্রাণহীন কবিতা এখন আমার কলমের ডগায় প্রাণ ফিরে পেয়েছে । 

এখানে বসেই আমার অতীত আমাকে বলে বেড়ায়-
সবুজের বুকে আমি
খুঁজি শুধু নীল,
বেদনার পাখি হয়ে
উড়ে গাঙচিল। 

নীরবে নিভৃতে নিয়মের কাছে আমিও নিজেকে সঁপে দিয়ে এটা-সেটা লিখে চলেছি অবিরাম। 

এই যে বৃক্ষের সমারোহ দেখছেন,
একসময় এখানে কিছুই ছিলোনা,
ছিলো কেবল আমার অতীত-
আর আমার কিছু হারিয়ে যাওয়া স্মৃতি। 
আমি ভাবনায় মগ্ন হলাম ক্ষনিকের জন্য। 
আবার লিখতে বসলাম,
পূনরায় নিজেকে ভাবনার জগতে হারাতে দিলাম। 

কাজী নজরুলের "সঞ্চিতা'র" বুকের ভিতর আমি আমাকে খোঁজার জন্য ব্যাকুল হয়ে পড়লাম। 
এপাঠ-ওপাঠ উল্টিয়ে আমি আমাকে পড়তে শুরু করেছি,তবে আমি হতাশ হয়েছি। 
কোথাও আমার অস্তিত্বের ছিটেফোঁটাও নেই,
মাছ ধরার এই জাল'ও বলে দিচ্ছে-
এখানে অতীত বলতে কিছু নেই,
সবাই খালি হাতেই ফিরেছে এখান থেকে। 

নদীর এই ছোট্ট শাখা'টিতেও আমার গায়ের গন্ধ মিশে আছে,
তাইতো পড়ন্ত বিকেলে এখানেও নিজেকে খুঁজতে লাগলাম,
সঞ্চিতা-তুমি বলে দাও,
আমি কি এখান থেকেও নিজেকে হারিয়েছি?
আমার অস্তিত্ব কী এখানেও বিলীন?

তোমার উত্তর আমায় হতাশ করলো,
অতঃপর আমি আবার- 
নতুন রাস্তায় ফিরে যেতে বাধ্য হলাম। 
মাঠে পড়ে থাকা রাখাল বিহীন এই গবাদি পশুগুলোও বলে দিচ্ছে-
এখান থেকে সবাই খালি হাতেই ফেরে। 

সবশেষে আমি সবুজের পথ ধরেই নিজ গন্তব্যে হাটা আরম্ভ করলাম-
সবুজের ছোঁয়া নিয়েই বাড়ি ফিরলাম।

Friday, October 25, 2019

বয়সের ছাপ || কবিতা || ইসহাক মাহমুদ

|| বয়স তার ছাপ এঁকেছে ||
|| ইসহাক মাহমুদ ||   


ছবি সুত্রঃ Pinterest


চোখ দেখে তার হয়নি জানা রাগ জমেছে কই,
মুখ দেখে তার যায়নি বুঝা ক্যানো রাগলো সই! 
চালচলনে আসলো বদল নতুন রূপের সাঁজ,
মুখ লুকিয়ে চলছে সখী সারা অঙ্গে লাজ। 

কি হয়েছে তার
যায়নি কিছুই জানা,
গোপন ক্যানো হলো
করলো কে-বা মানা! 

কথায় কথায় খই ফোটানো কন্যা কেনো চুপ! 
কে থামালো মুখের কথন দেখবো তাহার রূপ। 
যারে দেখতে জোয়ান বুড়া বাধিয়ে দিতো লাইন,
কিসের তরে মানছে সে আজ নতুন কোনো আইন! 

মুখ লুকালো ক্যান 
জানতে হবে আজই,
বের করবো রহস্য 
কাল ধরেছি বাজী। 

যেইনা পিছু গেলাম সখির দেখলাম এ-কি ভাই!
রূপের কন্যা রূপ হারানো; আগের মত নাই। 
বয়সে তার ছাপ এঁকেছে কন্যার পুরো অঙ্গে,
আজকে কন্যা মুখোশ খুললো বুড়ি রূপের ঢঙ্গে। 

Wednesday, October 23, 2019

সম্পর্ক || Relation || গদ্য কবিতা ||


সম্পর্ক || Relation
Writer: Ishak Mahmud 


ভালোবাসি ভালোবাসি বলে 
অনেকগুলো বছর নষ্ট হয়েছে আমার। অথচ আমি-
ভালোবাসার শিকলে-ই আবদ্ধ হতে পারিনি,
আবদ্ধ হতে পারিনি মায়াডোরে। 
আমাকে তার মনের মতো করে
সাঁজাতে পারনি কোনোকালেই ।
নিতে পারিনি তার হৃদয়ের দখলদারিত্ব, হতে পারিনি প্রেয়সীর হৃদয়ের জমিদার। 
একে একে অনেকটা সময় আমি একজনের মায়া'তেই আটকে ছিলাম, থমকে রেখেছিলাম আমার আমি'টাকে। 

লেগে থাকো ফল পাবে,
একথা শুনতে শুনতেই 
লেগেছিলাম রমণীর পিছে। সকাল,বিকেল,রাত জুড়েই 
মস্তিষ্কে ছিলো কেবল তার বিচরণ। 
অথচ কি ঘোরের মধ্যেই না ছিলাম! 
যে সম্পর্কের অতীত,বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছুই নেই,
সেই সম্পর্ককে বাঁচিয়ে রাখতেই 
আমি নষ্ট করলাম একযুগ। 
নামহীন অজ্ঞাত এক সম্পর্ক 
প্রাণ নামক সত্ত্বা নিয়ে টিকে ছিলো 
৪৩৮৩ দিনেরও অধিক সময় জুড়ে। 

আমি যেটাকে ভালোবাসা ভাবতাম,
সেটা ছিলো নিতান্তই আমার ভ্রম। 
আমি যেটাকে প্রেম ভাবতাম,
সেটা ছিলো একপ্রকার পাগলামি । 
যেইনা একদিন 
মিথ্যে মায়ায় আটকে দিয়ে হাত ধরলো,
অমনি আমি তাকে আমি জনম-জনমের সঙ্গী হিসেবে ভাবতে শুরু করে দিলাম! 
সম্পর্ক তো এতো সস্তা নয়,সম্পর্ক-
কোনো মামার বাড়ির আবদারও নয়। 
সম্পর্ক মামার হাতের মোয়া নয়,
সম্পর্ক মানেই- 
পুতুলের সাথে পুতুলের বিয়ে নয়। 
তবে সম্পর্ক কি!

সম্পর্ক মানেই হচ্ছে একটি সত্বা আরেকটি  সত্বার কাছে নিজেকে সঁপে দেওয়া। 
বাবা মায়ের কাছে সন্তান হিসেবে,
সহপাঠীদের কাছে বন্ধু হিসেবে,
ভাইবোনের কাছে ভাই/বোন হিসেবে,
প্রেয়সীর কাছে প্রেমিক হিসেবে৷ 
যদি নিজেকে সঁপে -ই না দেওয়া যায়,
তবে-
তা কোনো সম্পর্কের আওতায় পড়েনা। 
তবুও মানুষ সম্পর্কের ভিতর সম্পর্ক খোঁজে; তবুও সম্পর্কের বন্ধনে সম্পর্ক আবদ্ধকরণ করা যায়না। 

তবুও মানুষ নিজেকে মিথ্যে সম্পর্কের বেড়াজালে জড়ায়,
তবুও মানুষ সম্পর্কের খাতিরে সম্পর্কের জন্য হাত বাড়ায়।
___________
কিছু অদ্ভুত প্রশ্ন→    https://ishakmahmud.blogspot.com/2019/10/kichu-odvut-prosno-bangla-kobita.html?m=1

Sunday, October 20, 2019

কিছু অদ্ভুত প্রশ্ন || Kichu odvut prosno || বাংলা কবিতা || Bangla kobita ||

কিছু অদ্ভুত প্রশ্ন  
 || ইসহাক মাহমুদ ||  


একদা আমি-
মাথাভর্তি উদ্ভট কিছু প্রশ্ন নিয়ে 
পৃথিবীর পথ ধরে হাটছি উত্তরের খোঁজে। 
কিছু পথ অতিক্রম করতেই 
মিললো এক জ্ঞানীর সন্ধান৷ 
তাঁর থেকে অনুমতি নিয়েই,
আমি প্রথমে জিজ্ঞেস করলাম তাঁকে,
পৃথিবী হতে পৃথিবীর দূরত্ব কতো?
জ্ঞানী ভ্যাবাচ্যাকা খেয়ে গেলে,
দু'গালে হাত দিয়ে ভাবতে লাগলো জ্ঞানী। 
আজব! এমন প্রশ্ন-ও মানুষ করে! 
পৃথিবী হতে পৃথিবীর আবার দূরত্ব কিসের! 
পাগল নাকি লোকটা! 
নাকি হাঁদারাম! 
এমন প্রশ্ন কোথায় পেলো,
কে দিলো এই কাম! 


আমি পূনরায় জিজ্ঞাস করলাম। 
সাগর থেকে সাগরের গভীরতা কতোটুকু? 
প্রশ্ন শুনেই মাথা চুল্কাতে শুরু করে দিলো জ্ঞানী। 
আবার ভাবতে শুরু করলো। 
কি অদ্ভুত প্রশ্ন রে বাবা! সাগর থেকে সাগরের গভীরতা মাপা যায় নাকি! 
সাগর তো সাগর ই,
সাগর থেকে সাগরের গভীরতার কথা তো বাপের জন্মেও শুনিনি। 
লোকটা নিশ্চয়ই গাঁজা খেয়েছে,
তাইতো এমন উদ্ভট প্রশ্ন পেয়েছে। 

আমি আরেকবার জ্ঞানী'কে প্রশ্ন করলাম। 
আচ্ছা- 
আকাশ থেকে আকাশের উচ্চতা কতফুট?
এবার তো জ্ঞানী মাটিতেই বসে পড়লো। 
এদিক-সেদিক তাকিয়ে ভাবতে লাগলো, 
লোকটা হয়তো পাগলামি করতেছে। 
কি সব আবোলতাবোল বকাবকি করছে! 
পৃথিবী থেকে পৃথিবীর উচ্চতার কথা আসলো কোত্থেকে! 
পৃথিবী কী আরেকটা আছে!  
থাকলে তো বিজ্ঞান অনেক আগেই আবিষ্কার করে ফেলতো তা,
হাজার বছর ধরে-
আমাদের অজানা ছিলো যা। 

সবশেষে আমি পুছিলাম জ্ঞানীর কাছে। 
আচ্ছা-বলেন তো দেখি,
মরিবার পরেও মানুষ কিভাবে বাঁচে?
কি সাংঘাতিক কথা রে বাপ! 
মরার পরেও মানুষ বাঁচে!
শুনিনি তো আগে৷ 
জ্ঞানীর মাথায় যেনো পড়লো বজ্রপাত,
অজ্ঞান হয়ে-
মাটিতে লুটিয়ে পড়েছে জ্ঞানী। 
জ্ঞান হারাবার আগে-
পাগলের মতো হাসতে হাসতে বলে গেলো,
হে পৃথিবী শুনে রাখো
আমি সব জানি,
নই'তো আমি পাগল ভবে
আমি হলাম জ্ঞানী। 





Sunday, October 13, 2019

Forbid to dream || স্বপ্ন দেখতে বারণ


Occasionally sitting for something like that,
The ability to get -
I didn't have any at all.
It is a crime to set foot on the floor,
On that floor -
dayanishi walks my walk.

My bright future is right before my eyes
Shining with the flame.
Whenever I reach for the legs,
I was interrupted by a clear glass.
This glass cannot be broken,
It is as if the glass has formed a divide between the future and the present.

I can't go back,
There are no restrictions.
I can't keep up with the present,
There is fear.
I can't move on to the future,
The barrier comes.

I have to walk like I do,
In all situations, you have to adapt yourself.
I have no way to go back,
You have to give yourself the leadership ahead.

I want the sky
Zero hands on power,
Dream about with whom
Spend a quiet night hoping for him.

______________________________________

Poem: Forbid to dream

Poet: Ishak Mahmud 

Sunday, October 6, 2019

ভালোবাসার অপরাধে অপরাধী

একদিন ডায়েরি'তে নোট করে যাবো "তোমাকে ভালোবাসার অপরাধে আমি অপরাধী ছিলাম।"

পৃথিবীর জঘন্যতম অপরাধের মধ্যে একটি হচ্ছে "একচেটিয়া ভালোবাসা", সেই অপরাধটি করে বসেছি আমি।

তোমাকে না জানিয়েই নিজের মনের ভিতর তোমার অবস্থান দিয়ে ফেলেছি,অনুমতির তোয়াক্কা করিনি। এইজন্যেও আমি অপরাধী ।

দিন নেই,রাত নেই,সকাল নেই,সন্ধ্যা নেই,সর্বক্ষণ ই তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর হতেও বিলম্ব করিনি। লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখা থেকেও বিরত থাকিনি। এটাও আমার অপরাধ।

তোমার চলন বলন হতে শুরু করে পোশাক আশাকে'র সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে গিয়ে আমি তোমাকে নকল করতে শুরু করেছিলাম,তোমার অনুমতি না নেওয়াতেও আমি অপরাধী।

বিশ্বাস করো অনুপমা-
ডায়েরির হাজার'তম পৃষ্ঠায় একদিন আমি ঠিক-ই লিখে যাবো,"তোমাকে ভালোবাসার অপরাধে আমি অপরাধী ছিলাম।"

ইসহাক মাহমুদ