Thursday, January 14, 2021

দেশের ভবিষ্যত || Desher Vobissot

 যার যেখানে থাকার কথা সে সেখানে নাই

একের বাসায় অন্যজন হায় নিয়ে নিলো ঠাঁই,

অবাক চোখ তাকিয়ে থেকে দিলাম নজরদারি 

খাঁচার পাখি মুক্ত ঘুরে; খাঁচায় কার বাড়ি! 


স্বাধীন মানুষ বন্দী থাকে নিজগুণের'ই ছোঁয়ায় 

মোবাইল হাতে ভালোই আছে বিশ্ববাসীর দোয়ায়,

এই না হলো দেশের ছেলে; রাখবে দেশের মান

দেশ বাঁচাতে ইন্টারনেটেই দিয়ে দিচ্ছে প্রাণ৷ 


যার যেখানে থাকার কথা সে সেখানে নাই

সে যে হলো বন্দী নিজে; আয় হায় হায় হায়! 

এরাই দেশের ভবিষ্যত সুধী সমাজ বলেন?

দেশের কথা ভেবে একটা  মিটিং করি চলেন। 


____________________________________

কবিতাঃ দেশের ভবিষ্যত

কলমেঃ ইসহাক মাহমুদ


 ১৪০১২০২১