Monday, December 30, 2019

নিষেধাজ্ঞা || ইসহাক মাহমুদ ||

নিষেধাজ্ঞার জের ছিলো যখন,তখন আমি চষে বেড়িয়েছিলাম তোমার ত্রিসীমানায়। আমাকে অবরুদ্ধ করে রাখার সাহস হয়নি কারোই। 

অথচ,এখন কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমি তোমার আশেপাশে যেতেই ভয় পাই। ভয় পাই তোমাকে ভালোবাসতে। তোমাকে নিয়ে অল্প চিন্তাতেও আমার শরীরে কাঁপুনি সৃষ্টি করে। 

কি অদ্ভুত তাইনা? হৃদয় বিনিময়ের এ-যুগে চুন থেকে পান খসলেই কৈফিয়ত দিতে দিতে হয়রান হতে হয়, আর সেখানে যদি দূরত্বের প্রশ্ন আসে তবে তো আর কথাই নেই। সম্পর্কের নাম বদলে গিয়ে চেনাজানা কেউ তে রূপান্তরিত হয়। 

দূরত্ব বাড়লে কেবল গুরুত-ই কমেনা,হৃদয়ের পুরুত্বে প্রিয়জনের স্থায়িত্বেরও রদবদল হয় অনায়াসে। 

_________________________
লেখকঃ ইসহাক মাহমুদ 

Thursday, December 26, 2019

আকাশ ছুঁয়ে উড়তে চাওয়া || ইসহাক মাহমুদ || কবিতা ২০১৯ ||



এইযে আমি আকাশ ছুঁতে বায়না ধরি
আসলে কী আকাশ ছোঁয়া যায়?
এইযে আমি পক্ষী হয়ে ভুবন জুড়ে উড়তে চাই
উড়ার মতো আছে কী সহজ উপায়?

তুমিও জানো আমিও জানি এসবকিছু মিথ্যে
ভুল জিনিসের প্রতি আমার টান,
না দেখেও মায়ায় ডুবে হৃদয় মাঝে লাগাই আগুন
ঝলসে গিয়ে পুড়ে মরে আমার প্রাণ।

আকাশ ছুঁতে বায়না আর উড়তে চাওয়ার আশা
স্বপ্ন দেখেই আমার ভিতর জাগে,
যায়না ছোঁয়া যায়না উড়া আকাশ কিংবা ভুবনে
সব জেনে তাই চুপ করেছি রাগে।
______________________________
 আকাশ ছুঁয়ে উড়তে চাওয়া
 || ইসহাক মাহমুদ ||

Wednesday, December 25, 2019

আমাদের রাগ || Amader Rag ||

আমাদের রাগ
|| ইসহাক মাহমুদ  ||


তুমিও পোষো আমিও পুষি
  তোমার দোষে আমিও দোষী, 
তোমারও কমেনা আমিও কমাইনি
  দুজনের রাগ কেউই দমাই-নি। 

   তুমিও হেরেছ আমিও হেরেছি
   রাগের কাছে উভয়েই মরেছি,
তোমারও জমেনা আমিও জমাইনি
   হিংসা ক্রোধ কেউই দমাই-নি। 

   তুমিও রাগী আমিও রাগী 
     রাগ করিনি ভাগাভাগি, 
তোমারও যায়না আমিও ছাড়িনি 
 রাগের জন্যেই মিলতে পারিনি। 

তুমিও পোষো আমিও পুষি 
তোমার দোষে আমিও দোষী। 
___________________


Monday, December 9, 2019

বুকের ভিতর বুকের আশা || বাংলা কবিতা || Bangla Poem 2019 ||


বুকের ভিতর বুকের আশা  
|| ইসহাক মাহমুদ ||



বুকের ভিতর বুকের জন্য
নতুন একটা মুখ খুঁজে যাই,
নতুন একটা বুক পেতে আজ
বুকের ভিতর চোখ খুলে চাই।
মিললে একটা বুকের সন্ধান
করবোনা আর বাড়াবাড়ি,
বুকের ভিতর বুকের জন্য
লাগবেনা আর কাড়াকাড়ি।

একটা বুকের জন্য গেলাম
দশেক বুকের কাছাকাছি,
বুকের জন্য বুক মিলেনা;
বুক করে তাই নাচানাচি ।
বুকের ভিতর সুখের আশায়
বুকের জন্য বনে গেলাম,
মুখ লুকিয়ে বুক না পেয়ে
বুকের আশা ছেড়েই দিলাম।

________________________

Tuesday, December 3, 2019

আমার প্রিয় আপন দেশ || দেশাত্মবোধক কবিতা ||

আমার প্রিয় আপন দেশ
ইসহাক মাহমুদ 


একটি পতাকার জন্য মোরা
লড়েছি নয়'টি মাস,
বুকের তাজা রক্ত দিয়েছে 
ত্রিশ লক্ষ লাশ। 

পাক হানাদের তাড়িয়ে দিতে
জীবন করেছে দান,
সম্ভ্রম হারিয়ে মা-বোন এনেছে 
স্বদেশের সম্মান। 

বিজয়ের মাস এই ডিসেম্বর 
রক্ত দিয়ে কেনা,
এমন দেশ আর কোথাও নেই
এক'নামে যায় চেনা। 

মাতৃভূমির ধুলোয় মিশে আছে 
আমার গায়ের ঘাম, 
আমার প্রিয় আপন দেশ
বাংলাদেশ যার নাম। 

_____________________
কবিতাঃ আমার প্রিয় আপন দেশ
        || ইসহাক মাহমুদ ||