Tuesday, November 10, 2020

দশটি অনুকাব্য || Ten Short Poem

(১)

অন্তরে বাঁধিবঅন্তরঅলিন্দ

গেঁথে প্রেম-মালা,
রাখিব হৃদে শক্ত বাঁধনে
লাগিয়ে মায়া তাল। 
           

(২)

আলো'তে হয় যদি মাখামাখি হৃদয়ের

উড়িয়ে দিও প্রেম ঘুড়িতে,

টেনে নিতে চাও যদি ভালোবেসে মনেতে

জনম জনম চাই পুড়িতে।          



(৩)
তুমি হীনা এক-আধ রাত,
মনে হয় দীর্ঘ যুগের দীর্ঘ প্রভাত।         


(৪)
আমার একলা থাকার মানে সে-ও জানে
যে ছেড়েছে মাঝপথে'তে কাল,       
আমি দাপিয়ে বেড়াই তাহার খোঁজে-টানে
ভেঙ্গে গেছে জীবন গাছের ঢাল।           


(৫)
ছাড়তে পারি সব বদভ্যাস   
যদি তুমি চাও,
  তোমাকে মনে রাখার বদভ্যাসের
কেবল সুযোগ দাও। 

   ভুলতে পারি পুরোটা পৃথিবী
একটুখানি বাদে,
    যেখানটাতে আলাপে জড়াবো 
      দু'টো মনের ছাদে।    


(৬)
চোখ খুলতেই হঠাৎ তুমি সামনে এলে 
     বুকের ভিতর জায়গা করে থমকে দিলে,
      সেই যে গেলে কই হারালে কই হারালে 
  আমায় ছেড়ে কোন সুদূরে,কোন আড়ালে?            


(৭)
হারিয়ে গেলে খুঁজে নিও
ছাপ্পান্ন হাজার বর্গমাইলে, 
      তোমার সব অসুখ সারবে
আমি নামক এক ফাইলে।    


(৮)
প্রতিদিন-ই দেখা হতো আমাদের 
মানব শূন্য ভূমি কিংবা কোলাহলে,      
হঠাৎ হারাতেই দেখা হয়নি ফের
পাইন খুঁজে তোমায় আর ধরাতলে।  


(৯)
উদিত সূর্যের আলো; আর-
দিনের তেজী ভাব,    
অস্ত হলেই সন্ধ্যায় হারায়
চাঁদের আলো'ই লাভ।   


(১০)
বাঁচার তাগিদ সবারই আছে 
আমারও কি কম?
     তবুও মরে ছাড়তে হবে; ওরে-
এসে গেলে যম।     


 

No comments: