একদিন ডায়েরি'তে নোট করে যাবো "তোমাকে ভালোবাসার অপরাধে আমি অপরাধী ছিলাম।"
পৃথিবীর জঘন্যতম অপরাধের মধ্যে একটি হচ্ছে "একচেটিয়া ভালোবাসা", সেই অপরাধটি করে বসেছি আমি।
তোমাকে না জানিয়েই নিজের মনের ভিতর তোমার অবস্থান দিয়ে ফেলেছি,অনুমতির তোয়াক্কা করিনি। এইজন্যেও আমি অপরাধী ।
দিন নেই,রাত নেই,সকাল নেই,সন্ধ্যা নেই,সর্বক্ষণ ই তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর হতেও বিলম্ব করিনি। লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখা থেকেও বিরত থাকিনি। এটাও আমার অপরাধ।
তোমার চলন বলন হতে শুরু করে পোশাক আশাকে'র সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে গিয়ে আমি তোমাকে নকল করতে শুরু করেছিলাম,তোমার অনুমতি না নেওয়াতেও আমি অপরাধী।
বিশ্বাস করো অনুপমা-
ডায়েরির হাজার'তম পৃষ্ঠায় একদিন আমি ঠিক-ই লিখে যাবো,"তোমাকে ভালোবাসার অপরাধে আমি অপরাধী ছিলাম।"
≈ ইসহাক মাহমুদ ≈
পৃথিবীর জঘন্যতম অপরাধের মধ্যে একটি হচ্ছে "একচেটিয়া ভালোবাসা", সেই অপরাধটি করে বসেছি আমি।
তোমাকে না জানিয়েই নিজের মনের ভিতর তোমার অবস্থান দিয়ে ফেলেছি,অনুমতির তোয়াক্কা করিনি। এইজন্যেও আমি অপরাধী ।
দিন নেই,রাত নেই,সকাল নেই,সন্ধ্যা নেই,সর্বক্ষণ ই তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর হতেও বিলম্ব করিনি। লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখা থেকেও বিরত থাকিনি। এটাও আমার অপরাধ।
তোমার চলন বলন হতে শুরু করে পোশাক আশাকে'র সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে গিয়ে আমি তোমাকে নকল করতে শুরু করেছিলাম,তোমার অনুমতি না নেওয়াতেও আমি অপরাধী।
বিশ্বাস করো অনুপমা-
ডায়েরির হাজার'তম পৃষ্ঠায় একদিন আমি ঠিক-ই লিখে যাবো,"তোমাকে ভালোবাসার অপরাধে আমি অপরাধী ছিলাম।"
≈ ইসহাক মাহমুদ ≈
No comments:
Post a Comment