Sunday, August 11, 2019

নিজস্ব একটা মানুষ চাই

কিছুদিন যাবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন,কারো সাথে কারো কোনো কথা নেই। সে তার পথ ধরে এগিয়ে যাচ্ছে,আর আমি আমার পথ ধরে। দুজন দু'দিকে এগিয়ে যাচ্ছি ক্রমাগত,লক্ষ্য কিংবা কোনো গন্তব্য নেই। কোথায় গিয়ে থামবে আমাদের পদচারণা সেটাও অজানা। শুধু এইটুকুই জানি,আমাদের হাটতে হবে ক্রমাগত। পিছনে ফিরে তাকানো যাবেনা,নতুবা বসে থাকা যাবেনা কখনোই। মৃত্যু অব্ধি আমাদের এভাবেই চলতে হবে।

মনের ভুলেও কোনোদিন আমরা নিজেদের মধ্যে নিজেদের বিলিয়ে দিতে পারবোনা,নিজেদের মধ্যে নিজেদের ঠাঁই দিতে পারবোনা। নতুন করে কাউকে চাইতে পারবোনা,পুরনো কারো কাছে ফিরতে পারবোনা। যেমন আছি তেমনই থাকতে হবে৷

রাত হলেই আমাদের উন্মাদ হয়ে যেতে হবে পৃথিবীর বুকে। চিৎকার দিয়ে বলতে হবে-
আমাদের নিজস্ব যে মানুষটা ছিলো               
তার আয়ুষ্কাল ফুরিয়ে গেছে বিধায় সে আমাদের ছেড়ে চলে গেছে।
তাই আমরা পৃথিবীর এক সীমান্ত থেকে অন্য সীমান্তে নিজেদের একাকীত্বের গর্জন দিয়ে বেড়াই।

আমরাও বলে বেড়াই-
আমাদের নিজস্ব একটা মানুষ নাই
আমাদের নিজস্ব একটা মানুষ চাই।                                         
লেখকঃ ইসহাক মাহমুদ
১১/০৮/২০১৯
রবিবার
চৌদ্দগ্রাম,কুমিল্লা                        

No comments: