Thursday, November 22, 2018

Bangla Poem - বাংলা কবিতা ( খামখেয়ালি ইচ্ছে)

কবিতাঃ খামখেয়ালি ইচ্ছে
লেখকঃ ইসহাক মাহমুদ
__________________

আমার খামখেয়ালি ইচ্ছেগুলো
ইচ্ছেতে আর পায়না ঠাঁই,
রঙবেরঙ এর নানান স্বপ্ন
খুঁজে দেখি কোথাও নাই৷

আমার হাসিমাখা ছেলেবেলা
বড় হতেই গেলো কই!
মনের সাথে মনের বিবাদ
অবাক হয়ে তাকিয়ে রই!

আমার কাঠপেন্সিলে আঁকা বিষাদ
বাস্তবে আজ নিলো রূপ,
ওরা খেলে ওদের মতই
আমি কেবল থাকি চুপ৷

আমার ভালোবাসার নীল পরীটাও
রাজা পেয়ে গেলো চলে,
আমি শুধু আমিই রইলাম
একাকীত্বের অথই তলে৷

আমার ভালো থাকার কিশোর বেলার
বন্ধুটাও আজ অনেক দূর,
পড়ে রইলাম নির্জনে তে
নাম নাকি তার অচিনপুর৷


No comments: