Tuesday, March 17, 2020

শতবর্ষে বঙ্গবন্ধু || ইসহাক মাহমুদ

টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া খোকার বয়স শত
নিরানব্বই গতকালই হয়ে গেছে গত,
সায়েরা খাতুন মা হয়েছেন
দুঃখকষ্ট খুব সয়েছেন
লুৎফর রহমান বাবা হলেন; পুত্রসন্তান খোকা
এই খোকা যে দেশ চালাবে জানত কে রে বোকা!

সাত বছরে স্কুলে'তে পড়লো খোকার পা
নয় বছরে অন্য স্কুল দেখলো খোকার গা,
চৌদ্দ যেতেই পড়লো খোকা ভীষণ বেকায়দায়
চার বছর তার নষ্ট হলো চোখের চিকিৎসায়।

মিশনারি স্কুল থেকেই রাজনীতি তে আসা
পঁচাত্তরে গিয়ে থামলো রাজনীতির শেষ হাসা,
ইসলামিয়া কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়
আইনের ছাত্র খোকার ছিলো সবকিছুতেই জয়।

ভাসানী আর ফজলুল হকের সান্নিধ্য পেয়ে
ছোট্ট খোকা দেশের গান আজীবন গেলো গেয়ে,
রাজনীতি আর ষড়যন্ত্রের গ্যাঁড়াকলে পড়ে
জেলে থেকেও দেশের জন্য সাহসে গেছে লড়ে।

সৎসাহস আর বুকের ভিতর খোকার ছিলো তেজ
খোকার আওয়াজ শুনে পাকি গুটিয়ে নিয়েছে লেজ,
সেই খোকা ই 'বঙ্গবন্ধু' বাংলাদেশের ঋণ
আজকে খোকা শতবর্ষে "খোকার জন্মদিন"।
________________________
 শতবর্ষে বঙ্গবন্ধু 
|| ইসহাক মাহমুদ ||

[ ২০০৪ সালে বিবিসির একটি জরিপে 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী' হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবর সর্বাধিক সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ]