Monday, December 30, 2019

নিষেধাজ্ঞা || ইসহাক মাহমুদ ||

নিষেধাজ্ঞার জের ছিলো যখন,তখন আমি চষে বেড়িয়েছিলাম তোমার ত্রিসীমানায়। আমাকে অবরুদ্ধ করে রাখার সাহস হয়নি কারোই। 

অথচ,এখন কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু আমি তোমার আশেপাশে যেতেই ভয় পাই। ভয় পাই তোমাকে ভালোবাসতে। তোমাকে নিয়ে অল্প চিন্তাতেও আমার শরীরে কাঁপুনি সৃষ্টি করে। 

কি অদ্ভুত তাইনা? হৃদয় বিনিময়ের এ-যুগে চুন থেকে পান খসলেই কৈফিয়ত দিতে দিতে হয়রান হতে হয়, আর সেখানে যদি দূরত্বের প্রশ্ন আসে তবে তো আর কথাই নেই। সম্পর্কের নাম বদলে গিয়ে চেনাজানা কেউ তে রূপান্তরিত হয়। 

দূরত্ব বাড়লে কেবল গুরুত-ই কমেনা,হৃদয়ের পুরুত্বে প্রিয়জনের স্থায়িত্বেরও রদবদল হয় অনায়াসে। 

_________________________
লেখকঃ ইসহাক মাহমুদ 

No comments: