Monday, August 26, 2019

একটা প্রশ্ন রেখে যাই






হঠাৎ করে তোমার বাড়ির উঠানে গিয়ে
যদি জেদ ধরে বসে অনশন বাধিয়ে দিই,
যদি স্যাটেলাইটের কল্যাণে পুরো পৃথিবী জুড়ে আমাদের মনের সুপ্ত ভালোবাসা প্রকাশ পেয়ে যায়,
কিংবা যদি বাংলার প্রতিটি টং দোকানে-
আমাদের নিয়ে মাতামাতি হয়,
তবে কি সেদিন এই ভবে
ভালোবাসা তার যোগ্য আসন পাবে?

যদি পুরো বিশ্ব আমায় পাগল বলে ডাকে
কিংবা আমি ভবঘুরে হয়ে পথে পথে ঘুরি
প্রতিটি দেয়ালে যদি ভালোবাসার ছাপ এঁকে দিই,
আমাদের দূরত্ব যদি হয় ছয় হাজার মাইল
একযুগ যদি আমাদের দেখাও না হয়-
একটা প্রশ্ন রেখে যাই,
তবে কি সেদিন এই ভবে
ভালোবাসা তার যোগ্য আসন পাবে?

বৃক্ষ,নদী,পাহাড় কিংবা সাগর নতুবা মহাকাশ
যদি অপূর্ণতায় জেদ ধরে থাকে
আমাদের হৃদয়ে যদি ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসও হয়
আমি তুমি আমরা যদি কখনো কাছাকাছি না যাই
দূর থেকে তবে কি ব্যথাতুর হবো দুজনেই!
নতুবা আমি জানতে চাই-
তবে কি সেদিন এই ভবে
ভালোবাসা তার যোগ্য আসন পাবে?

হে অনুপমা-
রাগ করে হলেও আমায় বলে দিও
ভালোবাসলে কেনো মানুষ হয় অপ্রিয়?


একটা প্রশ্ন রেখে যাই   
লেখকঃ ইসহাক মাহমুদ  

No comments: