❝ দুই'শ বছর আগে যদি জন্ম হতো ❞
ইসহাক মাহমুদ
আমার জন্ম যদি আরো দুই'শ বছর আগে হতো,
তবে এই শহরের মিথ্যে ভালোবাসার কবলে-
হয়তো আমি পড়তাম নাহ৷
পড়তাম নাহ কোন ছলনাময়ী প্রেমিকার কবলে,
আগ্রাসী মনোভাব নিয়ে কেউ হয়তো-
আঘাত করার সুযোগ পেতো নাহ সরাসরি।
আধুনিক হতে হতে মানুষের মনগুলোও যে
এতো আধুনিকতার ছোঁয়া পেয়ে যাবে
এটা আমার ভাবনায় ছিলো না!
কবুতের পায়ে করে বার্তা পাঠিয়ে
যে যুগে প্রেম নিবেদন চলছিলো,
সে যুগে আমি জন্মালে হয়তো ভালো হতো।
বিশ্বাস আর আকাঙ্খা নিয়ে ছিনিমিনি খেলার লোক
ঐ যুগে কম ছিলো;
যারা ভালোবেসেছিল-
তারা সে যুগে মন থেকেই ভালোবাসতো।
ছেড়ে দিবে ভেবে
ভালোবাসার আদান-প্রদান তখন হতো নাহ,
ছাড়াছাড়ি হলেও সেটা অতি নগণ্য ছিলো৷
তখন ভালোবাসারা মরলে একসাথে মরতো,
আর বাঁচলে একসাথেই বাঁচতো;
কিন্তু এখন তো ভালোবাসারা ৪২ দিনও টিকেনা।
আধুনিক যুগে ভালোবাসারা আপডেট হতে চায়,
আপডেট হয়েই পুরাতন সত্ত্বাকে ভুলে যায়,
নতুন সত্ত্বায় চলে নানান রঙের ভালোবাসা বিনিময়।
এসব দেখেই আমার অনুভুতিরা
আমার কানের কাছে এসে চিৎকার করে বলে বেড়ায় -
আমার আরো দুই'শ বছর আগে জন্মানো উচিত ছিলো।
| ২৪.০৮.২০১৮ |