Sunday, March 10, 2019

আমার প্রাণের মৃত্যু (কবিতা)



তোমার চোখে বৃষ্টি হলেই
আমার মনে ঝড় উঠে,
আমার চোখে তুফান এলেও
তোমার কি আর মন ছুটে!

তোমার পাড়ায় রোজ সকালে
আমার পায়ের ছাপ পড়ে,
আমার পাড়ায় নজরদারির
তোমার কে আর খোঁজ করে!

তোমার বুকের পিঞ্জিরা'টা
আমার তো ঠিকানা নয়,
আমার বুকের পিঞ্জিরা'তে
তোমার নামে মিছিল হয়।

তোমার জন্য যুদ্ধ বাধে
আমার মনের সীমান্তে,
আমার জন্য যুদ্ধ হয় কি
তোমার মনের ওই প্রান্তে?

তোমার লাগি বাজি ধরতাম
আমার এই প্রাণ প্রতিদিন ,
আমার প্রাণের মৃত্যু হইছে
তোমার প্রাণ আজ যতিহীন!

তোমার ভিতর আমি এখন
আমার এ প্রাণ খুঁজে যাই,
আমার প্রাণের চিহ্ন নিখোঁজ
তোমার কোন খবর নাই!

কবিতাঃ আমার প্রাণের মৃত্যু
লেখকঃ ইসহাক মাহমুদ