আমার প্রিয় আপন দেশ
ইসহাক মাহমুদ
একটি পতাকার জন্য মোরা
লড়েছি নয়'টি মাস,
বুকের তাজা রক্ত দিয়েছে
ত্রিশ লক্ষ লাশ।
পাক হানাদের তাড়িয়ে দিতে
জীবন করেছে দান,
সম্ভ্রম হারিয়ে মা-বোন এনেছে
স্বদেশের সম্মান।
বিজয়ের মাস এই ডিসেম্বর
রক্ত দিয়ে কেনা,
এমন দেশ আর কোথাও নেই
এক'নামে যায় চেনা।
মাতৃভূমির ধুলোয় মিশে আছে
আমার গায়ের ঘাম,
আমার প্রিয় আপন দেশ
বাংলাদেশ যার নাম।
_____________________
কবিতাঃ আমার প্রিয় আপন দেশ
|| ইসহাক মাহমুদ ||
No comments:
Post a Comment
Please wait for a while...