বুকের ভিতর বুকের আশা
|| ইসহাক মাহমুদ ||
বুকের ভিতর বুকের জন্য
নতুন একটা মুখ খুঁজে যাই,
নতুন একটা বুক পেতে আজ
বুকের ভিতর চোখ খুলে চাই।
মিললে একটা বুকের সন্ধান
করবোনা আর বাড়াবাড়ি,
বুকের ভিতর বুকের জন্য
লাগবেনা আর কাড়াকাড়ি।
একটা বুকের জন্য গেলাম
দশেক বুকের কাছাকাছি,
বুকের জন্য বুক মিলেনা;
বুক করে তাই নাচানাচি ।
বুকের ভিতর সুখের আশায়
বুকের জন্য বনে গেলাম,
মুখ লুকিয়ে বুক না পেয়ে
বুকের আশা ছেড়েই দিলাম।
________________________
No comments:
Post a Comment
Please wait for a while...