
এইযে আমি আকাশ ছুঁতে বায়না ধরি
আসলে কী আকাশ ছোঁয়া যায়?
এইযে আমি পক্ষী হয়ে ভুবন জুড়ে উড়তে চাই
উড়ার মতো আছে কী সহজ উপায়?
তুমিও জানো আমিও জানি এসবকিছু মিথ্যে
ভুল জিনিসের প্রতি আমার টান,
না দেখেও মায়ায় ডুবে হৃদয় মাঝে লাগাই আগুন
ঝলসে গিয়ে পুড়ে মরে আমার প্রাণ।
আকাশ ছুঁতে বায়না আর উড়তে চাওয়ার আশা
স্বপ্ন দেখেই আমার ভিতর জাগে,
যায়না ছোঁয়া যায়না উড়া আকাশ কিংবা ভুবনে
সব জেনে তাই চুপ করেছি রাগে।
______________________________
আকাশ ছুঁয়ে উড়তে চাওয়া
|| ইসহাক মাহমুদ ||
No comments:
Post a Comment
Please wait for a while...