Wednesday, July 10, 2019

কে কার জন্য বেঁচে আছে


কে কার জন্য বেঁচে আছে
কে জানে!
উপরওয়ালা জুড়ি মিলাবেন
মন মানে।

কে কার জন্য দুঃখ পোষে
কে জানে!
মন-মহাজন সুখেই রাখবেন
মন মানে।

কে কার জন্য রাগ জমায়
কে জানে!
পরম দয়ালু শান্ত রাখবেন
মন মানে।

কে কার মনে আঘাত করে
কে জানে!
সৃষ্টিকর্তা ভালোই রাখবেন
মন মানে।

কে কার অধিকার চিনিয়ে নেয়
কে জানে!
সর্বশক্তিমান বিচার করবেন
মন মানে।

কে কার হৃদয়ে বসত করে
কে জানে!
প্রভু মোদের সুখের ঠিকানা দিবেন
মন মানে।

কবিতাঃ কে কার জন্য বেঁচে আছে
লেখকঃ ইসহাক মাহমুদ 

No comments:

Post a Comment

Please wait for a while...