Monday, February 18, 2019

একুশ মানেই (একুশের কবিতা)

একুশ মানেই হারিয়ে যাওয়া
ভাইয়ের প্রতি টান,
একুশ মানেই শহীদ ভাইদের
জানাই বিনম্র সম্মান।

একুশ মানেই সালাম-রফিক
বরকতের ই তাজা প্রাণ,
একুশ মানেই জব্বার-সফিউর
নিঃশেষে জীবন করলো দান।

একুশ মানেই খালি পায়ে
রাস্তা ধরে পথচলা,
একুশ মানেই মাইক হাতে
শহীদদের কথা বলা।

একুশ মানেই ফুল নিয়ে
শহীদ মিনারে শ্রদ্ধা'জ্ঞাপন,
একুশ মানেই স্মরণ করা
মৃত্যুকে যারা করেছে আপন।

একুশ মানেই বাংলা ভাষার
বিজয় লাভের উল্লাসে,
একুশ মানেই বুক ফুলিয়ে
বলছি যে মোর প্রাণ হাসে।

কবিতাঃ একুশ মানেই
লেখকঃ ইসহাক মাহমুদ

No comments:

Post a Comment

Please wait for a while...