Sunday, March 15, 2020

উড়াল দিবো মৃত্যুপুরীতে || Ural Dibo Mrittupurite || ইসহাক মাহমুদ


খুব প্রয়োজন? কাছে ডাকো
কাজ ফোরালে তাড়াও,
কান্না প্রিয়? হাসতে শিখ
হাসির মাঝে হারাও।

বুকে আগুন? পানি ঢালো
কমুক মনের ব্যথা,
আকাশ দেখো? জ্যোৎস্না রাতে
চাঁদের সাথে হয় কথা?

আমায় ভাবো? দরকার নেই
খোঁজো নতুন মানুষ ,
বুঝের অভাব? শিখে নাও
কেমনে উড়ায় ফানুস।

সঙ্গে যাবে? দূর-বহুদূর
পাবে নাতো ভয়?
উড়াল দিবো মৃত্যুপুরীতে
ভয়কে করে জয়।

আবার কাঁদছো? কান্না থামাও
শক্ত করো মন,
আমার হবে? এই ধরাতে
নাই তার প্রয়োজন।
____________________
কবিতাঃ উড়াল দিবো মৃত্যুপুরীতে
লেখকঃ ইসহাক মাহমুদ

|| ১৫-০৩-২০২০ ||

1 comment:

Please wait for a while...