Friday, October 25, 2019

বয়সের ছাপ || কবিতা || ইসহাক মাহমুদ

|| বয়স তার ছাপ এঁকেছে ||
|| ইসহাক মাহমুদ ||   


ছবি সুত্রঃ Pinterest


চোখ দেখে তার হয়নি জানা রাগ জমেছে কই,
মুখ দেখে তার যায়নি বুঝা ক্যানো রাগলো সই! 
চালচলনে আসলো বদল নতুন রূপের সাঁজ,
মুখ লুকিয়ে চলছে সখী সারা অঙ্গে লাজ। 

কি হয়েছে তার
যায়নি কিছুই জানা,
গোপন ক্যানো হলো
করলো কে-বা মানা! 

কথায় কথায় খই ফোটানো কন্যা কেনো চুপ! 
কে থামালো মুখের কথন দেখবো তাহার রূপ। 
যারে দেখতে জোয়ান বুড়া বাধিয়ে দিতো লাইন,
কিসের তরে মানছে সে আজ নতুন কোনো আইন! 

মুখ লুকালো ক্যান 
জানতে হবে আজই,
বের করবো রহস্য 
কাল ধরেছি বাজী। 

যেইনা পিছু গেলাম সখির দেখলাম এ-কি ভাই!
রূপের কন্যা রূপ হারানো; আগের মত নাই। 
বয়সে তার ছাপ এঁকেছে কন্যার পুরো অঙ্গে,
আজকে কন্যা মুখোশ খুললো বুড়ি রূপের ঢঙ্গে। 

2 comments:

Please wait for a while...