শিখছি কেবল কিছু,
কাব্যকৌশল শিখার জন্য
ছুটছি গুরুর পিছু।
গুরু আমায় যা শেখালেন
তাতেই নাকি অনেক ভুল,
ওরা যেটা "পাড়" ভেবে নেয়
গুরুর কথায় সেটা কূল।
আমি অধম ছাত্র মানুষ
জায়গায় জায়গায় উল্টা লিখি,
ওরা যেথায় আকাশ ভাবে
আমি সেথায় গগন দেখি।
তাল বাহানায় চুলা'টাকেও
উনুন ভেবে ভুল করি,
তাদের পড়া "বরই" টাকে
আমি শুধু "কুল" পড়ি।
আমি অধম ছাত্র মানুষ
শিখতেই আমায় হবে,
গুরুর কথার দাম না দিলে
উঁচুতে নাকি যাবো তবে!!
এমন কথার ধার ধারী নাহ
গুরুর কাছেই শিখবো,
যে শিখালেন হরেক ছন্দ
তাকে নিয়েই লিখবো।
এই জগতে গুরু ছাড়া
যায়নি কেউ উঁচুতে,
গুরুকে যে দেয়নি সম্মান
সে মিটেছে নীচু তে।
কবিতাঃ গুরু ভক্তি
লেখকঃ ইসহাক মাহমুদ
just awesome poem
ReplyDeleteThanks dear
Delete